২০০ বছরের বেশি সময় পর এমন ঘটনা দেখল যুক্তরাষ্ট্র

117

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন বা ক্যাপিটলে স্থানীয় সময় গত বুধবার ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউএস ক্যাপিটল হিস্টোরিক্যাল সোসাইটির বিশেষজ্ঞেরা বলছেন, সর্বশেষ ব্রিটিশদের সাথে ১৮১২ সালের যুদ্ধের সময় ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটেছিল। ব্রিটিশদের সাথে যুদ্ধের ওই সময়টায় ক্যাপিটল ভবনটি ছিল নির্মাণাধীন। ব্রিটিশ ভাইস অ্যাডমিরাল স্যার আলেকজান্ডার ককবার্ন ও মেজন জেনারেল রবার্ট রসের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ১৮১৪ সালের আগস্টে ওয়াশিংটন ডিসিতে হামলার সময় ক্যাপিটল ভবনে আগুন ধরিয়ে দেয়। তবে বৃষ্টির কারণে ভবনটি পুরোপুরি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।

এর আগের বছর আমেরিকানরা ইয়র্কে আপার কানাডার রাজধানী পুড়িয়ে দিয়েছিল। এরই প্রতিশোধ নিতে হোয়াইট হাউজসহ ওয়াশিংটন ডিসির বিভিন্ন এলাকায় আগুন ধরিয়ে দেয় ব্রিটিশ সেনারা। তখনো কানাডার অস্তিত্ব ছিল না। একাধিক ব্রিটিশ উপনিবেশের সমন্বয়ে ওই এলাকা গড়ে ওঠে। এ দিকে বুধবার ক্যাপিটল দখলের ঘটনার পর এক বিবৃতিতে ক্যাপিটল হিস্টোরিক্যাল সোসাইটি বলেছে, ‘মার্কিন ক্যাপিটল শুধু একটি ভবন নয়Ñ এটি মার্কিন গণতন্ত্র এবং আমাদের জীবনধারার প্রতিমূর্তি।’

সূত্র : বিবিসি ও দ্য গার্ডিয়ান