শ্যামল সরকার, সুখানপুকুর
গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সুখানপুকুর রেলওয়ে মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন শেষে তারেক রহমানকে সভাপতি, দুলাল হোসেন দুলুকে সাধারন সম্পাদক এবং সাইফুল ইসলাম কে সাংগাঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট সুখানপুকুর ইউনিয়ন কৃষকলীগের কমিটি অনুমোদন করা হয়। তারেক রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি টি এম মুসা পেস্তা। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য আলমগীর রায়হান আলম, জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, জেলা আ’লীগের সদস্য ইমরান হোসেন রিবন, শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক নিলু, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি গোপাল শিং, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, লতিফুল বারী মিন্টু, জিয়াউর রহমান জুয়েল, রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক রাজা, নাসিরুজ্জামান পিন্টু, শেখর শিং, রেজাউল ইসলাম রেজা, এবং আহসানাউল্লাহ প্রমুখ। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফোরকান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুলাল হোসেন দুলু।