বগুড়ায় উম্মুল মু’মিনীন বালিকা মাদ্রাসার খুদে হাফেজা ছাত্রীকে বিশেষ উপহার প্রদান

177

রাশেদুল ইসলাম রাশেদ

শুক্রবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়ায় উম্মুল মু’মিনীন বালিকা মাদ্রাসার মাত্র ১০ বছরের ছাত্রী সম্পূর্ণ কুরআন কারীমের হাফেজা হাওয়াই দোয়া মাহফিল অনুষ্ঠিত। এরই ধারাবাহিকতায় গৌরব অর্জনকারী ছাত্রীর পিতার হাতে বিশেষ উপহার প্রদান করেন- ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজু হোসেন পাইকাড় ও অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- তৌহিদুল ইসলাম বিটু- বর্তমান কাউন্সিল ২ নং ওয়ার্ড বগুড়া, মোঃ মানিক সরকার মানিক- কাউন্সিলর প্রার্থী ২ নং ওয়ার্ড বগুড়া, মোজাম্মেল হক টিটু- কাউন্সিলর প্রার্থী ২ নং ওয়ার্ড বগুড়া, এস এম মোরশেদ মিটন- বর্তমান কাউন্সিলর ১৮ নং ওয়ার্ড বগুড়া, রফিকুল ইসলাম অরুণ- কাউন্সিলর প্রার্থী ১৮ নং ওয়ার্ড বগুড়া, টিপু সুলতান টিপু- কাউন্সিলর প্রার্থী ১৮ নং ওয়ার্ড বগুড়া, এনামুল হক- কাউন্সিলর প্রার্থী ১৮ নং ওয়ার্ড বগুড়া, রাজু হোসেন পাইকাড় রাজু- কাউন্সিলর প্রার্থী ১৮ নং ওয়ার্ড বগুড়া, শফিকুল ইসলাম শফিক- কাউন্সিলর প্রার্থী ১৮ নং ওয়ার্ড বগুড়া, মতলেবুর রহমান রাতুল- স্বত্বাধিকারী স্বর্ণ মহল জুয়েলার্স ও সভাপতি জেলা জুয়েলার্স মালিক সমিতি বগুড়া।

এতে আরও উপস্থিত ছিলেন- অত্র মাদ্রাসার সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এবং ফুলবাড়ী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মোয়াজ্জেন ও সম্মানিত মুসল্লীবৃন্দ।।