জেলা প্রতিনিধি যশোর
বাস-ট্রাকের মাঝখানে পড়ে প্রাণ গেল দুজনের
যশোরের অভয়নগর উপজেলায় বাস ও ট্রাকের মাঝে পড়ে মোটরসাইকেল চালক এবং আরোহী মারা গেছেন।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কে সরদার জুটমিল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নড়াইলের সদর উপজেলার শেখহাটি গ্রামের আকছিয়ার মোল্লার ছেলে এম রানা (২৪) ও আব্দুল হালিমের ছেলে নাসিম (২২)। তারা ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম।
তিনি জানান, মোটরসাইকেলে করে নড়াইল থেকে অভয়নগরে যাচ্ছিলেন রানা ও নাসিম। খুলনা-যশোর মহাসড়কের সরদার জুটমিল গেটের সামনে পৌঁছালে যাত্রীবাহী বাস এবং আলুবোঝাই ট্রাকের মাঝখানে পড়েন তারা। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।
তিনি আরও জানান, লাশ বর্তমানে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।