বগুড়া এক্সপ্রেস ডেস্ক
গত বছরের শুরুতে ‘বীর’ এবং শেষে ‘নবাব এলএলবি’ ছবি দিয়ে আলোচনায় ছিলেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। নতুন বছরে নিজের প্রযোজিত বেশকিছু ছবি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাবে এ নায়ককে। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘ছায়াবৃক্ষ’ শীর্ষক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, খুব দ্রুতই এক হচ্ছেন শাকিব ও অপু! তবে তা বাস্তবে নয়, পর্দায়। শাকিবের সঙ্গে পর্দাতেও অপুর জুটি হওয়ার বিষয়টি অবাক করার মতোই। কিন্তু এ বছর সেটা হতে চলছে বলে ইঙ্গিত মিলেছে। কিন্তু কীভাবে? শাকিব ও অপুর ডিভোর্সের আগে তারা কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করছিলেন।
সেই ছবিগুলো নিয়ে বিপাকে ছিলেন পরিচালক ও প্রযোজকরা। তবে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে সেই ছবিগুলো এ বছর শেষ হতে পারে। যদিও বিষয়টি নিয়ে শাকিব খান কিংবা অপু বিশ্বাসের তরফ থেকে কোনো মন্তব্য এখনো আসেনি। তবে এ বছরই এ ছবিগুলোর শুটিং শেষ হবে বলে জানা গেছে। সেটা হলে আবারো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাকিব ও অপুকে।