গাবতলীর সাবেকপাড়া তরুণ সংঘের উদ্যোগে চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

183

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ

বগুড়া গাবতলীর সাবেকপাড়া তরুণ সংঘের উদ্যোগে চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে সাবেকপাড়া দেলোয়ারীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আটবাড়ীয়া তারাজুল স্মৃতি সংঘকে ৫/৪ গোলে হারিয়ে বিজয় অর্জন করে নুনগোলা ইউনিয়ন ক্রীড়া সংস্থা। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলকে পুরষ্কার তুলে দেন বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও সিরাজগঞ্জ সলংগা সাব রেজিস্ট্রার জুয়েল রানার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জয়পুরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মাইনুল হক সাবলু। আমন্ত্রিত অতিথি শিবগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ওয়াজির হোসেন তাবীব সনি, সোনারায় ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা পদপ্রত্যাশী রওশন আরা বেগম, আটবাড়ীয়ার ব্যবসায়ী আব্দুর রশিদ, জেলা যুবদল নেতা সুমন সরকার, সরধনকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর আনোয়ার প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রুমন আকন্দ, মিম, রাকেশ, রানা, রাকিব, শিহাব, সাইফুল, ফরিজুল, নাসিম, মুক্তারসহ সাবেকপাড়া তরুণ সংঘের সদস্যবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিড়াপ্রেমী হাজারো দর্শক