বগুড়ায় শতাধিক নেতাকর্মীর শ্রমিক লীগে যোগদান

155

আবু সাঈদ হেলাল

বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারন সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালের হাতে ফুলের তোড়া দিয়ে সদর উপজেলার শতাধিক নেতৃবৃন্দ শ্রমিক লীগে যাোগদান করেছেন। রবিবার সকালে সদর উপজেলার আমিনুল ইসলামের নেত্বত্বে তারা যোগদান করেন। এসময় অন্যান্যর মধ্য উপস্হিত ছিলেন জেলা শ্রমিক লীগর সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, যুগ্ন সাধারন সম্পাদক আনায়ার হাোসেন রানা, সাংগাঠনিক সম্পাদক আলতাফ হোসেন, শোভন, রাফি, সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদের বাবলু, যুগ আহবায়ক জিল্লুর রহমান এবং রাসেল শেখ প্রমুখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ  উপস্হিত ছিলেন।