স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুরের চাঁচাইতারা এলাকার দুঃস্থদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে র্যাব। রোববার দুপুর ১২টায় মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও ‘‘র্যাব সেবা সপ্তাহ’’ উদযাপনের অংশ হিসেবে ওই খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার, মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় স্বজল কুমার সরকার বলেন, র্যাব সন্ত্রাসী, মাদক, জঙ্গী দমনের পাশাপাশি অসহায়, দুঃস্থ, আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে।