শেরপুরে মৎসজীবী লীগের ইউনিয়ন কমিটি গঠন

164

মোঃজাকির হোসেন, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নে মৎসজীবী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (৮জানুয়ারি) আহবায়ক হিসেবে রাজীব কুমার সরকার, যুগ্ম আহবায়ক সুজন কুমার রায়, আলম হোসেন, সদস্য সচিব আরিফুল ইসলাম সহ মোট ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য গঠন করা হয়। রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রানা। মো: আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ,পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সা: সম্পাদক আব্দুল মান্নান, খানপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক আবু বকর সিদ্দিক, খানপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: হামিদুল ইসলাম, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, শেরপুর উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক মো: সাজেদুল করিম আকাশ, যুগ্ম আহবায়ক মো: মিঠুন হাসান(মিঠু)। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বগুড়া জেলা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ইছানুর। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।