আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশন শুরু আজ

106

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

গেল বছর মার্চে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। এরপর করোনা মহামারিতে লণ্ডভণ্ড হয়ে যায় টাইগারদের ক্রিকেট সূচি। গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরের আশা ছিল। কিন্তু তাও স্থগিত হলে বাড়ে অপেক্ষা। অবশেষে আজ সকালে ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাদের বিপক্ষে ২০শে জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে। তবে তার আগে আজই প্রস্তুতি ক্যাম্প দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুসারে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইনডোর ও আউটারে সকাল ১০টা থেকে অনুশীলন শুরু হবে আর চলবে এই দুপুর ১টা পর্যন্ত। তবে ১১ ও ১২ই জানুয়ারি স্বাগতিকদের অনুশীলনের জন্য সময় নির্ধারিত হয়েছে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘কাল (আজ) অনুশীলন শুরু হবে। আমাদের সব কোচ এরই মধ্যে এসেছে। তারা করোনা নেগিটিভ হলেই দলের সঙ্গে যোগ দেবেন।’
আগামী ১৪ই জানুয়ারি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর ভেন্যুতে অনুষ্ঠিত হবে টাইগারদের নিজেদের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচ। পরদিন বিশ্রাম শেষে ১৬ই জানুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন শুরু ১৪ই জানুয়ারি। আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত টিম হোটেলে কোয়ারেন্টিনে থাকবে ক্যারিবীয়রা। বাংলাদেশ দলের নয়া ব্যাটিং কোচ জন লুইসের মাঠে আসা নিয়ে এখনো সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেই জানিয়েছেন আকরাম খান। এই ইংলিশ কোচের জন্য বাধার কারণ বাংলাদেশ সরকারের নয়া করোনা নীতি। ব্রিটেনে নতুন ধরণের করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই ব্রিটিশ নাগরিকদের জন্য সরকার ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে। তাই লুইসকে মাঠে পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদনের অপেক্ষায় আছে বিসিবি। এ বিষয়ে আকরাম বলেন, ‘জন লুইসের পরীক্ষায় যদি নেগেটিভ হয় তাহলে সরকারিভাবে কথা বলে সিদ্ধান্ত নেবো।’