ধুনটে নারীদের হাতে তৈরী টুপি এশিয়া ইউরোপে

133

শেখ সোহেল রানা ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ শীতের সকাল,হালকা কুয়াশা আর মিষ্টি রোদে গল্প কথা হাসি ঠাট্টায় মেতে উঠেছে গৃহবধূর দল। সামান্য পুঁজি, হাতে রং বে-রঙের সুতা আর কাঁটায় ব্যস্ত তারা। মনের মাধুরী মিশিয়ে আপন শিল্প সৌন্দর্যে তৈরী করছে (স্টার,জালি,ফকুরুদ্দিন,পেটা-চেন,মাকড়োশা,টিক্কা, তারা,বিস্কুট) নামে হরেক রকমের টুপি।

এমন দৃশ্য প্রায়শই চোখে পড়ে ধুনটের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এই নারীদের হাতে বোনা টুপি ইতোমধ্যে এশিয়া ইউরোপ সহ বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্রে রপ্তানি হচ্ছে।গৃহকাজের পাশাপাশি নারীদের এই টুপি শিল্প অর্থনীতিতে রাখছে বিরাট অবদান।

এ প্রসঙ্গে ৬ষ্ট শেনীতে অধ্যয়নরত ছাত্রী ছাবিনা ইয়াসমিন বলেন,আমি দৈনিক ৫০ থেকে ৭০ টাকা রোজগার করি । পড়াশোনার পাশাপাশি টুপি তৈরী করে লেখাপড়া ও হাত খরচ করে থাকি। মাঝে মাঝে ছোট ভাই বোন ও পরিবারকে সহযোগীতা করি।

ধুনটের ঐতিহ্যবাহী টুপি শিল্পের সুনাম খ্যাতি বিশ্বময় ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা করেন সচেতন মহল। পাশাপাশি এই কুটির শিল্পে সরকারী সহযোগীতা পেলে উপকৃত হবে ধুনটের টুপি শিল্পের সাথে জড়িয়ে থাকা বৃহত্তর জনগোষ্ঠী। ফলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান ।