বগুড়ার নন্দীগ্রামে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু

159

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু হয়েছে।

১০ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম। জানা গেছে, উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের মৃত কাদেম আলীর ছেলে আমির আলী ও চাঁন মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলছিলো। উক্ত বিরোধের জেরে গত ২৫ ডিসেম্বর চাঁন মিয়ার ছেলে শ্যামল হোসেনের সাথে আমীর আলীর ছেলে আব্দুল মান্নান ও আব্দুল হান্নানের কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এমতাবস্থায় চাঁন মিয়া (৫৮) ঘটনাস্থলে এগিয়ে এলে ভাতিজা আব্দুল মান্নান কোদাল দিয়ে তার চাচার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩ টায় তার মৃত্যু ঘটে। এ বিষয়ে গত ৯ জানুয়ারি নন্দীগ্রাম থানায় ৬ জনের নাম উল্লেখ করে মারপিট ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় মারপিট ও হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব‍্যহত রয়েছে।