স্টাফ রিপোর্টার, রবিবার (১০ জানুয়রি) বিকালে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউপির পলি ভূগোইল যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও আলোচনা সভা ভূগোইল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্ভাব্য পাইকড় ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছাত্তার প্রামানিক। সহ-সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য হাফিজার রহমান বোস্তামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকড় ইউপির সুযোগ্য চেয়ারম্যান মিঠু চৌধুরী। বিশেষ অতিথি ইউপির হিসেবে উপস্থিত ছিলেন কালাই ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল হোসেন, বুড়িগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর রহমান, নামুজা ফাজিল মাদ্রাসার প্রভাষক ও পাইকড় ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী নাছির উদ্দীন নান্নু, পাইকড় ইউপির সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম, পাইকড় ইউপির সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল কাশেম (মুন্জু)। খেলায় অংশগ্রহণকারী দল পাঁচগ্রাম বনাম নয়াপাড়া দিগন্ত কাব। উক্ত খেলায় ৩-০ গোলে নয়া পাড়া দিগন্ত কাব বিজয়ী হন। খেলাটি পরিচালনা করেন লজিক, মিন্টু ও সীমান্ত। ধারা বর্ণরায় ছিলেন আপেল মাহমুদ ও আলামিন। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে একটি খাঁসি পুরস্কার তুলে দেন।