ছেলে বিদেশ, পুত্রবধূকে ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার লম্পট শ্বশুর!

149

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় ছেলে বিদেশ থাকার সুবাদে পুত্রবধূকে নানাভাবে উত্ত্যক্ত ও ধর্ষণচেষ্টার অভিযোগে সিদ্দিক মুসল্লি নামের এক লম্পট শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গতকাল রাতে নির্যাতিতা ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুরকে আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

অভিযুক্ত শ্বশুরকে আজ সোমবার সকালে মামলার আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, প্রায় দুই বছর যাবৎ ওই গৃহবধূর স্বামী সৌদি আরবে বসবাস করে আসছেন। স্বামী বিদেশ যাওয়ার পর থেকেই শ্বশুর তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছেন। পরে গতকাল সকালে তার শাশুড়ি বাজারে গেলে ঘর ফাঁকা থাকা অবস্থায় শ্বশুর তাকে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শ্বশুর সিদ্দিক মুসল্লি পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ শ্বশুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।