উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাঁচিয়া থেকে ঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় তালোড়া রেলঘুমটি এলাকায় পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে তালোড়া পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আমিরুল ইসলাম বকুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা রেজাউল করিম নান্নু, এমকেএইচ তরফদার খোকন, সুব্রত মন্ডল নয়ন, আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আব্দুল জলিল, আবুল বাশার বুলু, সিরাজুল ইসলাম, রাশেদ আলী শেখ, মাহবুবুর রহমান মাবুদ, জাহাঙ্গীর আলম, মফিজুল মোল্লা, মাসুদ আকন্দ, আজিজুল হক, মোস্তফা প্রাং, গুলজার রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হক প্রমুখ।