প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বড় জা রওশন আরা’র ইন্তেকালে বগুড়ায় আ’লীগের শোক

193

প্রেস বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বড় জা এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। সোমবার ভোরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিবৃতিদাতারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।