স্টাফ রিপোর্টার
বগুড়ায় ৬৮ বোতল ফেন্সিডিলসহ নজিব হোসেন ওরফে ওলি উল্লাহ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে জয়পুরহাটের পাঁচবিবি থানার আমিরপুর গ্রামের ফেরদৌস মোল্লার ছেলে।
রোববার রাত ১১ টার দিকে সদরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহ হলে একটি যাত্রীবাহী বাস তল্লাশীর করা হয়। এসময় নজিব হোসেন ওয়রফে ওলি উল্লাহ নামে ওই যুবকের পায়ের কাছে রাখা সাদা চালের বস্তা থেকে ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।