গাবতলী পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

143

রায়হান রানা,
বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিরর প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রওনক জাহান, ওসি মোঃ নুরুজ্জামান ও উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীনের উপস্থিতিতে লটারীর মাধ্যমে প্রার্থীদের প্রতিক নির্ধারণ করা হয়। মেয়র প্রার্থীদের প্রতিক হলো, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোমিনুল হক শিলু (নৌকা), বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলাম (ধানের শীষ) জাতীয় পার্টির ফজলে রাব্বী তনু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মিজানুর রহমান (হাতপাখা) এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী আইয়ূব হোসেন রাজু (জগ) ও সাজেদুর রহমান রাসেল (নারিকেল গাছ)। সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতিক হলো, ১নং ওয়ার্ডে শাহজাহান আলী (উটপাখি), ইউনুছ আলী (পানির বোতল), ইসমাঈল হোসেন শান্ত (ব্লাকবোর্ড), ওমর ফারুক আকন্দ (ডালিম), রিগান ইসলাম (পাঞ্জাবি), ২নং ওয়ার্ডে হযরত আলী হিরন পাইকার (পাঞ্জাবী), নুরুল্লাহ আকন্দ (টেবিল ল্যাম্প), তাজুল ইসলাম (ডালিম), জালাল (উটপাখি), বকুল মিয়া (পানির বোতল), সুমন সরকার (ব্লাকবোর্ড), ৩নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম জাহিদ (উটপাখি), ছামছুল আলম (গাঁজর), রহেদুজ্জামান (পানির বোতল), মোস্তাফিজার রহমান মোস্তা (ডালিম), ৪নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম (ডালিম), মানিক হোসেন (উটপাখি), হান্নান (টেবিল ল্যাম্প), আপেল (পাঞ্জাবী), সোহেল রানা (পানির বোতল), ৫নং ওয়ার্ডে মনির ইসলাম পিপুল (উটপাখি), হারুনুর রশিদ হারুন (ঢেঁড়শ), ৬নং ওয়ার্ডে মতিউর রহমান মতি (ডালিম), আব্দুল হাই সরকার (পাঞ্জাবি), মুরাদ হাসান সরকার (উটপাখি), সাদিদ হাসান শোভন (ব্লাকবোর্ড), ৭নং ওয়ার্ডে গোলাম রব্বানী রতন (উটপাখি), সোহেল রানা (ব্লাকবোর্ড), ৮নং ওয়ার্ডে আব্দুল জলিল (উটপাখি), সোনাউল্লাহ (পানির বোতল), মাহবুব আলম (ডালিম), ওবাইদুর রহমান জ্যাক (পাঞ্জাবি) ৯নং ওয়ার্ডে আফছার আলী মিজু (ডালিম), ছামছুল প্রাং (উটপাখি) এবং তারিক ইকবাল (ব্লাকবোর্ড)। সংরক্ষিত ১নং আসনে মিলি বেগম (টেলিফোন), শারমিন আক্তার (চশমা), শিমু আক্তার (আনারস), মাহফুজার আক্তার (আংটি), ২নং আসনে আঞ্জুয়ারা বেগম (টেলিফোন), সাবিনা ইয়াছমিন (চশমা), জাহানারা বেগম (আনারস) এবং ৩নং আসনে মালেকা বেগম (জবা ফুল), আখতার বানু (অটোরিক্সা), লাবলী আক্তার তুুলি (আনারস) এবং নাজনীন পারভীন (চশমা)। ৩০শে জানুয়ারী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭হাজার ৪’শ ১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।