বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে সরকারী রাস্তায় ঘর নির্মাণ, ভুমি অফিসে অভিযোগ

141

————————————————————
আকাশ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের মধুমাঝিড়া মৌজার গোলাবাড়ী গ্রামে সরকারী রেকর্ডকৃত রাস্তা দখল করে বাড়ী নির্মান করে জনগণের দূর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে।
সরে জমিনে ও বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা বরাবর অভিযোগ সুত্রে জানা গেছে,লাহিড়ীপাড়া ইউনিয়নের মধুমাঝিড়া মৌজার ৩৪৩ খতিয়ান, জে এল ৪৭ নং এর রাস্তার ৭১৭ নং দাগের সরকারী রেকর্ড কৃত জায়গার উপর ভুল ক্রমে আনারুল ইসলাম বসতবাড়ী নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বসবাস করে আসছিল। সে গত কয়েক মাস পূর্বে জানতে পারে যে সরকারীর রাস্তার উপর তার ও মৃত জমির উদ্দিন মোল্লার পুত্র শাহজাহানেরও একটি করে ঘর পড়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদে জানালে পরিষদ থেকে তাদের ঘর সড়াইয়া নিতে বললে আনারুল আইনকে শ্রদ্ধা করে দ্রুত তার ঘরটি ভেংগে নিয়ে সরককরী রাস্তা তার দখল মুক্ত করে দিলেও শাহজাহান আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে অদ্যবধি তার ঘর না সড়িয়ে বীর দর্পে বসবাস করছে। এব্যাপারে শাহজাহানের স্ত্রীর সাথে কথা বললে তিনি জানান, সরকারী রাস্তায তাদের ঘর রয়েছে, তার সত্যতা স্বীকার করেন। বিষয়টি দ্রুত সমাধান করে শাহজাহানের দখলে থাকা সরকারী জায়গা ও ঘরটি দখলমুক্ত করার জন্য রাস্তায় চলাচলকারী সাধারণ জনগন সদর উপজেলা ভুমি অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।