গাবতলী পৌরসভার ৫নং ওয়ার্ডে উটপাখি মার্কায় ভোট চেয়ে গণ সংযোগ করেন পিপুল

187

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোটার

মঙ্গলবার সকালে আসন্ন গাবতলী পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের গোড়দহ উত্তরপাড়ায উটপাখি মার্কায় ভোট চেয়ে গণ সংযোগ করেন কাউন্সিলর প্রার্থী ও গাবতলী উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল। এ সময় উপস্থিত ছিলেন ৫নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক ইমান নোভেল সঙ্গে -সভাপতি জবেদ আলী, আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সদস্য নুরুল আমিন, রাজু সরকার সবুজ মিয়া প্রমূখ।