স্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা আক্রান্তে মজিদা খাতুন(৭৫) নামে এক নারী মারা গেছেন। তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। তিনি মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে মারা যান।
এদিকে জেলায় এখনো শজিমেকে মূল পিসি আর ল্যাবে পরীক্ষা চালু হয়নি। গত ৮ জানুয়ারী থেকে যান্ত্রিক জটিলতার কারণে বন্ধ রয়েছে এই ল্যাবের পরীক্ষা। তবে টিএমএসএস ও শজিমেকের জিন এক্সপার্ট মেশিনে সীমিত আকারে করোনা পরীক্ষা চলছে। গত ২৪ ঘন্টায় এই দুই ল্যাবে মোট ৩১টি নমুনা পরীক্ষায় ৫জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। এদের মধ্যে সদরের ৪জন এবং বাকি একজন সোনাতলার বাসিন্দা। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২৫জন।
মঙ্গলবার দুপুর একটার দিকে জেল স্বাস্থ্য দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্যমতে, জেলায় করোনায় মোট আক্রান্ত হলেন ৯হাজার ৬৮১জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৩৮জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৩৬জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪০৭জন।