স্টাফ রিপোর্টার
বগুড়ায় র্যাবের অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিলসহ রাকিব (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শাজাহানপুরের বনানী হাট থেকে তাকে আটক করা হয়। সে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার টেপরীগঞ্জ গ্রামের মজিবুল ইসলামের ছেলে।
মঙ্গলবার বিকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন থেকেই রাকিব নামে ওই যুবক দেশের বিভিন্ন জায়গায় মাদক কেনাবেচা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বনানী হাট থেকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি মোবাইল ও ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক হওয়া ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।