ট্রাম্পের ৭০ হাজার সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

123

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। এ সব উগ্রবাদী সমর্থকরা কিউঅ্যাননের সঙ্গে জড়িত থাকায় তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়। স্থানীয় সময় সোমবার টুইটার এক ঘোষণায় এ কথা জানিয়েছে।

ব্লগপোস্টে গতকাল সোমবার টুইটার জানায়, গত শুক্রবার বিকেল থেকে কিউঅ্যাননের বার্তা শেয়ার করা ৭০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করে তারা। এগুলোর মধ্যে এক ব্যক্তি অনেক অ্যাকাউন্ট পরিচালনা করেন, এমন অ্যাকাউন্টও আছে। ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে সহিংস হামলার ঘটনা ও আরো বিপদের আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ৮ জানুয়ারি ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। কিউঅ্যানন হলো উগ্র দক্ষিণপন্থী একটি তত্ত্ব। এই মতবাদ ষড়যন্ত্র তত্ত্বের পাশাপাশি সংঘটিত সহিংস ঘটনাকে সমর্থন করে।

সূত্র: এএফপি, রয়টার্স।