দুপচাঁচিয়ায় খাদ্য তৈরির ৩টি দোকানে ১১হাজার টাকা জরিমানা

130

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাঁচিয়া থেকে ঃ দুপচাঁচিয়ায় গতকাল মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা উপজেলা সদরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তিনটি দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ১১ হাজার টাকা জরিমানা করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলার সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান চালান। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মমতা রানী সাহা, বগুড়া পুলিশ লাইনের কয়েকজন পুলিশের সদস্য। সদরের থানা বাসস্ট্যান্ড এলাকায় রামিম চানাচুর কারখানার মালিক শাহিনুর রহমানের ৪ হাজার টাকা, মন্ডলপাড়া মহল্লায় এশিয়ান দই ও মিষ্টি কারখানার মালিক মোস্তাফিজুর রহমানের ৫ হাজার টাকা এবং মেইল বাসস্ট্যান্ড এলাকায় সুরুচি হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সঞ্জিত কুমার দাসের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ওই তিনটি দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অভিযোগে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।