পলাশবাড়ীতে ইট ভাটা শ্রমিকদের মানববন্ধন

120

রবিউল ইসলাম,পলাশবাড়ী থেকেঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা ধ্বংস বা গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কর্মহীন হয়ে পড়া হাজারও শ্রমিক।

মঙ্গলবার ১২ জানুয়ারি বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় চৌমাথা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

বক্তারা বলেন,করোনার সময় শ্রমিকদের হাতে কাজকর্ম না থাকায় খেয়ে না খেয়ে দিনযাপন করছেন তারা। বর্তমানে ইট প্রস্তুত মৌসুমে তারা ভাটায় কাজ করে পরিবারের সস্যদের পেটে ভাত যোগাতে পারছেন। ঠিক সেই সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একের পর এক ইটভাটা গুঁড়িয়ে দেয়ায় আমরা কর্মহীন হয়ে পড়েছি।

এ অবস্থায় চলতি মৌসুমে ইটভাটায় শ্রমিকদের কর্মস্থানের সুযোগ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এর আগে রোববার ১০ জানুয়ারি পলাশবাড়ী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দিন।

এসময় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ব্যতীত নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার অপরাধে তিনটি ইটভাটা ধ্বংস করা হয় এবং ১০টি মামলায় ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়