শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষন, থানায় মামলা দায়ের।
জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া সরকার পাড়া গ্রামের খোকন এর মেয়ে মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী (১৫) কে গত ৯ জানুয়ারি সকাল ১১ টার সময় একই গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে মাজারুল ইসলাম (১৯) ওই ছাত্রীকে তার মা কুমোর বরি ফ্যানাতে সাহায্যে করার কথা বলে কৌশলে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই সময় লম্পট তাদের বাড়ির প্রধান দরজা বন্ধ করে ওই ছাত্রীর গলা চেপে ধরে তাদের উত্তর-পশ্চিম ঘরে ভিতরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভাবে ধর্ষন করে। এ সময় ওই ছাত্রীর আত্ম চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে যুবক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বিউটী বেগম বাদী হয়ে বখাটে যুবকের নামে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে ১৩ জানুয়ারি রাত ১২.৩০ ঘটিকায় মামলা নেওয়া হয়েছে। মামলার আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।