চুলার আগুন থেকে অগ্নিকান্ডে টিনের ছাউনী ও আসবাবপত্র ভষ্মিভূতঃ আড়াই লক্ষ টাকার ক্ষতি

157

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে আগুন লেগে ঘরের টিনের ছাউনী ও আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির মালিক আব্দুল গোফ্ফারের আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি।
ক্ষতিগ্রস্ত আব্দুল গোফ্ফার জানান, ঘটনারদিন রাত সাড়ে ১১টার দিকে তার প্রতিবেশী আবু বক্করের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে তা তার বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। ততক্ষণে তার ৬টি ঘরের টিনের ছাউনী ও আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানার এসআই নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, পাশের বাড়ির চুলা হতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে ওই বাড়ির মালিকের প্রায় ২লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে তিনি জানান।