পল্লী উন্নয়ন একাডেমীতে নার্সারি ব্যবস্থাপনা ও দুগ্ধবতী গাভী পালন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

122

মোঃজাকির হোসেন,

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলাধীন পল্লী উন্নয়ন একাডেমীতে আমার বাড়ী আমার খামার প্রকল্প ও পল্লী উন্নয়ন একাডেমীর যৌথ সহযোগিতায় আমার বাড়ী আমার খামার সমিতির উপকার ভোগীদের অংশগ্রহণে ১২-১৪ জানুয়ারি ২০২০, ০৩ দিন মেয়াদে ‘নার্সারি ব্যবস্থাপনা’ ও ‘দুগ্ধবতী গাভীপালন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ব্যাচ নং-০৭ ও ০৮ এর উদ্বোধনী অনুষ্ঠান একাডেমীর আইটি ভবনের ১ম তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। একাডেমীর সম্মানিত মহাপরিচালক জনাব খলিল আহমদ (অতিরিক্ত সচিব) প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোর্সটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পরিচালক (কৃষি বিজ্ঞান) জনাব আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও কোর্সটির কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দালিব মাহেজাবিন, উপ-পরিচালক ও মারুফ আহমেদ, সহকারী পরিচালক। উপরোল্লেখিত প্রশিক্ষণ কোর্সের দুইটির ব্যাচ নং-০৭ এ ৩৬ জন ও ব্যাচ নং- ০৮ এ ৩১ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।