তেল-ঘিয়ে ভাসছেন মিষ্টি

161

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা মিষ্ট জান্নাত। তার অভিনীত বেশকিছু সিনেমা এরই মধ্যে মুক্তি পেয়েছে। বৈশ্বিক মহামারি করোনার কারণে লম্বা সময় ধরে নতুন সিনেমায় কাজ করেননি। সম্প্রতি দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন এই নায়িকা।

সুরেশ কোম্পানির তেল ও অনিল ঘোষের ঘি’র মডেল হয়েছেন মিষ্টি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন বাপ্পী সাহা। এতে মিষ্টি জান্নাতের বিপরীতে দেখা যাবে সুব্রতকে। মিষ্টি জান্নাত বলেন, ‘বিজ্ঞাপনে খুব বেশি কাজ করিনি। দুটি বিজ্ঞাপনের কনসেপ্ট একটু ভিন্ন। যে কারণে কাজ দুটি করেছি। বেশ ভালো হয়েছে। খুব শিগগির টেলিভিশন ও অনলাইনে বিজ্ঞাপন দুটি প্রকাশ করা হবে। এছাড়া বিলবোর্ড তৈরি হবে।’

শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গত বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ প্রযোজিত চলচ্চিত্র ‘তুই আমার রানি’। এছাড়াও মিষ্টি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।