বগুড়ার ধুনটে লীজ নেওয়া পুকুরে মাছ ধরতে বাঁধা দেওয়ায় অভিযোগ

163

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার,
বগুড়ার ধুনট লীজ নেওয়া পুকুরে মাছ ধরতে বাঁধা দোয়ায় থানায় অভিযোগ। জানা যায়,উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মোঃ খলিলুর রহমান ছেলে মোঃ ফরিদুল ইসলাম সোনা, বিগত ১২ বছর আগে আড়কাটিয়া গ্রামের মৃত জাকের সরকারের ছেলে হায়দার আলী সরকার ও মৃত ইয়াজ উদ্দিন সরকারের ছেলে মোঃ জনাব আলী সরকারের কাছ থেকে লক্ষ্মীপুর মৌজায় অবস্থিত ২৬৩ শতাংশ একটি পুকুর লীজ নেই। আমি পুকুর টি লীজ নিয়ে বিগত ১২ বছর যাযাবর পুকুরে বিভিন্ন মাছ চাষ করে আসছি। গত ১৩ জানুয়ারি সাকাল ১১ঘটিকার সময় আমার লীজ নেওয়া পুকুরে জাল ফেলে মাছ ধরতে গেলে আড়কাটিয়া গ্রামের মৃত ফজলা রহমানের ছেলে চাঁন মিয়া(৫৫), মোঃ লাল মিয়া (৪৮) ও একুই গ্রামের মৃত দেলবর প্রাং ছেলে শামসুল প্রাং(৬০), মোঃ বাবু প্রাং, চাঁন মিয়ার ছেলে মিনু প্রাং, শামসুল ছেলে নয়ন(২২), শাহজামানে ছেলে হাকিম(৪০) আমাকে আমার লীজ নেওয়া পুকুরে জাল দিয়ে মাছ ধরতে বাঁধা প্রদান করেন এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এ ব্যাপারে গত ১৩ জানায়নি রাতে আমি বাদি হয়ে ধুনট থানায় ৭জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করি।
থানার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ রফিকুল ইসলাম জানান উপজেলার আড়কাটিয়া গ্রামের লীজ নেওয়া পুকুরে মাছ ধরতে বাঁধা প্রদান করার বিষয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি সরেজমিন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।