বগুড়ার উন্নয়নের স্বার্থে পৌর নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে -ববি

183

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ

বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। জনগণ উন্নয়নের পক্ষে আছে বলেই ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনার রায় দিয়েছে। তাই উন্নয়নের স্বার্থে পৌর নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
আগামী ১৪ জানুয়ারী ২০২১বৃহস্পতিবার বগুড়া পৌরসভা নির্বাচনে উপলক্ষে ১৬ নং ওয়াডের নিশিন্দারা মধ্যপাড়া গ্রামে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট সমাজ সেবক আব্দুল জলিলের সভাপতিত্বে। আরো বক্তব্য রাখেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর আওয়ামী লীগ নেতা এস এম তারিক,রাশেদুল ইসলাম শাওন, রেজাউল করিম, ১৬,১৭ ও ১৮ নং ওয়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুক্তি বেগম, সাংবাদিক এস এম সালমান হৃদয়, পৌর আওয়ামী লীগ নেতা শোভন ইসলাম,মোহন সহ অন্যান্য নেতৃবৃন্দ।