ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা মাঝিহট্টে পাওনা টাকা চাইতে গিয়ে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত অতঃপর ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করার খবর পাওয়া গেছে। বিবরণে জানা যায়, বুধবার (১৩ জানুয়ারি) রাতে মাঝিহট্ট ইউপির ৭নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোজাহার আলী মোজা ছাতুয়া হতে দামগাড়া রাস্তায় মোটরসাইকেল যোগে আসার পথে একই ইউপির দামগাড়া সরকার পাড়া গ্রামের আঃ জলিলের পুত্র আবু কাসেম ও একই গ্রামের গোলাম মোস্তফার পুত্র বিপুল তার গতিরোধ করে। এবং মোজাহারের নিকট তারা পূর্বের পাওনা টাকা দাবি করে। এতে মোজাহার তাদের পাওনা টাকা পাওয়া অস্বীকার করলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে কাসেম ও বিপুল রাগান্বিত হয়ে মোজাহারকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতাবস্থায় তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে মোজাহারের পুত্র বাদী হয়ে ২ জন কে আসামি করে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপরে উল্লেখিত বিষয়ে, শিবগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেনের নিকোট জানতে চাওয়া হলে তিনি থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান অভিযোগের প্রেক্ষিতে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।