শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে উত্তর কৃষ্টপুর ত্রি-মোহনী মোড়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন ও ৫০ বছর পৃর্তি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বেলাল মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল ছাত্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবাউল আলম মেজবাহ, সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু জাফর মন্ডল, ওসমান আলী, আশিক নূর, শাহনাজ বেগম, শহিদুল ইসলাম নান্নু, জিহাদ হোসেন প্রমুখ।