কর্তৃপক্ষ নীরব

দুপচাঁচিয়া সি,ও অফিস বাসষ্ট্যান্ড সড়কে পৌর লাইটের বেহাল দশা

141

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সি,ও বাসষ্ট্যান্ড হাইওয়ে রোডের গাড়ী পারাপার বা ক্রোসিং এর জনগনের সুবিধার জন্য রোডের মাঝখান দিয়ে ডিভাইদার সড়ক ও জনপদ বিভাগ তৈরি করে দেয়।এই ডিভাইদারের মাঝখান দিয়ে দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে তিন হোল্ডার বিশিষ্ট একটি করে পোষ্ট ল্যাম্প ডিভাইদার শুরু থেকে শেষ পর্যন্ত পোষ্ট ল্যম্প গুলো লাগানো রয়েছে। এইগুলো পর্যবেক্ষন ও পরিদর্শন করার দায়িত্ব পৌর ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার সহ ্ইলেক্ট্রিক পরিদর্শক ।দীর্ঘদিন যাবৎ এই ল্যাম্প পোষ্ট গুলো বেহাল অবস্থায় পড়ে আছে পর্যবেক্ষন করার কেউ নেই।দুপচাঁচিয়ার পৌরসভার কার্যালয়ের কর্মরতদীর্ঘ পৌর ইলেক্ট্রিক ইঞ্জিয়ার মোঃ জামিলুর রহমান সাহেবের সংগে মুঠো ফোনে কথা বললে তিনি আমাকে জানান মেয়র সাহেব গত ২৭ অক্টোবর সাময়িক বরখাস্ত হওয়ার কারনে আমি প্যানেল মেয়রের সংগে কথা বলে ব্যবস্থা গ্রহন করবো বলে জানায় ।দীঘর্ তিন মাস হয়ে গেল এখন পর্যন্ত কোন সুব্যবস্থা নেওয়া হয়নি বলে সরজমিনে দেখা যায়।যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকা বাসীর অভিমত।