সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার আর নেই

109

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সৈয়দপুর পৌরসভার টানা চারবার নির্বাচিত মেয়র ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য সৈয়দপুর পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সোয়া ৭টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও আমজাদ হোসেন সরকারের ব্যক্তিগত সহকারি মো. সাঈদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমজাদ হোসেন সরকার ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯২ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে পৌর মেয়র ছিলেন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে ২০১০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়র আছেন তিনি।

রাজনৈতিক জীবনে তিনি ওয়ার্কাস পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন।

আগামী শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য সৈয়দপুর পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রাথী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আমজাদ হোসেন সরকার।

সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু সোয়েম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর, বিএনপি নেতা ও সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ ওবায়দুর রহমান গভীর শোক প্রকাশ করেন।

আমজাদ হোসেন সরকার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। তিনি সর্বশেষ নিমোনিয়া ও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।