গাবতলীতে নির্বাচনী সভায় রিপু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন

165

রায়হান রানা, গাবতলী (বগুড়া) ঃ বগুড়া জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, গাবতলী পৌরসভা নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী শিলুকে নৌকা মার্কায় ভোট দিন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। ১৫জানুয়ারী শুক্রবার সন্ধ্যারাতে পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের ভবেরবাজার গ্রামে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি টিএম. মুসা পেস্তা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, সদস্য জাহাঙ্গীর হোসেন স্বপন এবং উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলন। আর বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী মোমিনুল হক শিলু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, আ’লীগ নেতা মাহবুব মিলটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুর রহমান শাহিন এবং জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতাহার, রাশেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম নয়ন, আ’লীগের স্থানীয় কাউন্সিলর প্রার্থী জাহানারা বেগম, মাইনুর ইসলাম মানিক, উপজেলা তাতী লীগের আহবায়ক ফেরদৌস রহমান গামা প্রমুখ।