সোহাগ মাহবুবঃ শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে বগুড়া সদরের গোকুল দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যােগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুড়ান্ত পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি সভাপতি ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী এবি এম মিললের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার তুলেদেন গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ।
এ সময় তিনি বলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা পাতা খেলা, এখন তেমন আর চোঁখে পড়ে না, পাতা খেলা এখন বিলুপ্তির পথে। এক সময় গ্রাম বাংলার পথে ঘাটে এই খেলা চোঁখে পড়তো। এখন তেমন আর দেখা যায় না, সময়ের সাথে বিলিনের পথে খেলাটি। ঠিক সেই সময় যুব সমাজ এরকম খেলার আয়োজন করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য পদপ্রার্থী রিনা বেগম, জাহেদুর ইসলাম, রেজাউল, বুলবুল, খোঁকন, আরিফুল, রাব্বি, হান্নান, রিমন, তৌহিদ, রহিম বাদশা সহ প্রমূখ। শেষে চাম্পিয়ান দলের অধিনায়ক কবিরাজ মোস্তাফিজুর রহমান ফিজু হাতে খাঁসি ও রানার্স আপ দলের হাতে দুইটি রাঁজহাস হাতে তুলে দেওয়া হয়।