সোহাগ মাহবুবঃ শুক্রবার (১৫ জানুয়ারী) বিকালে বগুড়া সদরের গোকুল সরকার পাড়া কিশোর সংঘ ক্লাবের উদ্যােগে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।
গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজের তত্ত্বাবধানে উত্ত খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল ছাত্তার মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বারী, রিপন মিয়া, আব্দুল মানিক, হৃদয় আহমেদ, ফেরদৌস সহ প্রমূখ। খেলায় রিফারীর দায়িত্বে ছিলেন সিহাব মিয়া, লাইসমান জিসান ও সিজান। আজকের খেলায় বড় ধাওয়াকোলা ক্লাবকে হারিয়ে গোকুল সরকার পাড়া কিশোর ক্লাব বিজয় লাভ করে।