হাতিরঝিলে যুবকের ভাসমান লাশ

159

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

রাজধানীর হাতিরঝিলের জলাশয়ে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ গোলাম আযম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বেগুনবাড়ি সেতুর পূর্ব পাশে জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরনে ট্রাউজার ছিল বলে জানান পুলিশ কর্মকর্তা গোলাম আযম।

যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।