বিনোদন ডেস্ক
এপার থেকে ওপার দুই বাংলায়ই জনপ্রিয় অনুষ্ঠান মিরাক্কেল। বিশেষ করে এপার বাংলাতে জনপ্রিয়তা পাওয়ার পেছনে বড় কারণ প্রত বছরই বাংলাদেশের কোনো তরুণের অংশগ্রহণ। এবার আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেলের ১০ম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ।
এছাড়াও তিনি এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগী হিসেবেও রয়েছেন সবার পছন্দের তালিকায়। জানা গেছে, টুকটাক রম্য লেখালেখির সুবাদেই মীরাক্কেলে রাশেদের অডিশন দেয়া। ২৭ সেপ্টেম্বর ২০১৯ ঢাকায় মীরাক্কেল টিমের অডিশনের মাধ্যমে বাছাই করা হয় বাংলাদেশি প্রতিযোগীদের। মীরাক্কেল শোর পরিচালক শুভঙ্করের সামনে অডিশনে দিয়ে অনেক প্রতিযোগীদের মধ্যে মীরাক্কেলের মূল পর্বে জায়গা করে নেয় রাশেদ।
নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে রাশেদের ছোটবেলা থেকেই কমেডি নিয়ে নেশা জন্মে যায়। এর আগে দেশ-বিদেশের বেশ কয়েকটা কমেডি শো-এ অংশ নিয়ে সাড়া জাগিয়েছেন রাশেদ। মীরাক্কেল-১০ এর এবারের আসরে হট ফেবারিট রাশেদ সকলের প্রশংসায় পঞ্চমুখ। রাশেদের এই সাফল্যে উচ্ছ্বসিত বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সবাই।
এ বিষয়ে সুখকর অনুভূতি প্রকাশ করে রাশেদ বলেন, কয়েক বছর আগে থেকে টুকটাক রম্য লেখালেখি শুরু করি। সেখান থেকে স্বপ্ন জাগে মীরাক্কেলের মতো বড় মঞ্চে নিজেকে দেখা। প্রথম যখন স্টেজ-এর পেছন থেকে মিরের কণ্ঠে নিজের নামটা শুনতে পাই, সে এক ভয়াবহ সুন্দর অনূভুতি।