শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শেষ হলো।
ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৮৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক আহ্বায়ক, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জানে আলম খোকা। মেয়র আব্দুল ছাত্তার পেয়েছেন ৪ হাজার ৬৮১ ভোট নিয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী সাধীন কুমার কুন্ডু তৃতীয় অবস্থানে রয়েছেন ৪১৪৪ ভোট পেয়ে। ৫১৩ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী ইমরান কামাল।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৫৪ জন। তারমধ্যে পুরুষ ১১ হাজার ৪১৫, মহিলা ১২ হাজার ৩৩৯। ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্র রয়েছে।