সুন্দর থাকতে প্রতিদিন কুকুরের মূত্রপান করেন তরুণী

170

অনলাইন ডেস্ক
সৌন্দর্য ঠিক রাখতে নারীরা অনেক কিছুই করেন। শারীরিক কসরত, নিয়মিত ডায়েট, পার্লারে যাওয়াসহ কতকিছু!

নিজের সৌন্দর্য ধরে রাখতে কুকুরের মূত্রপান করার কথা কি কখনো শুনছেন? কিন্তু এই কাজটিই নিয়মিত করে আসছেন এক মার্কিন তরুণী।

ত্বক ঠিক রাখতে কুকুরের মূত্রকে প্রিয় পথ্য মনে করেন লিনা নামের এই তরুণী। এতে নাকি তার স্বাস্থ্য ভালো থাকে। তার মতে, অনেকেই তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। ত্বকের রহস্য জানতে চান। কিন্তু যখনই রহস্য প্রকাশ করেন সবাই নাক সিঁটকাতে থাকেন।

এই মার্কিন তরুণীর ভাষায়, আগে তার ত্বক মোটেও ভালো ছিল না। তৈলাক্তভাব থাকত। ব্রণের সমস্যায় ভুগতেন তিনি। এক বন্ধু তাকে সেই সময় কুকুরের মূত্রপানের পরামর্শ দেন। শুরুতে সমস্যা হলেও ধীরে ধীরে এটিকে অভ্যাসে পরিণত করেন লিনা।

তরুণীর দাবি, মূত্রতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও ক্যালসিয়াম রয়েছে। মূত্রপান করার ফলে তার মুখের ব্রণ সমস্যাও দূর হয়েছে। এতে ক্যানসারের মতো দূরারোগ্য ব্যধিও প্রতিরোধ সম্ভব বলে তার বিশ্বাস।

যদিও পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ্যাথির প্রচলন রয়েছে। তবে বার্মিংহামের বিএমআই প্রায়রি হাসপাতালের কনসালটেন্ট ইউরোলজিস্ট জাকি আলমাল্লাহ্র মতে, মূত্র একটি বর্জ্য পদার্থ। তার প্রশ্ন, মূত্রের যদি এতই গুণ থাকে, তাহলে শরীর থেকে বের করে দেওয়া হয় কেন?