জাতীয় পার্টির চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় দুপচাঁচিয়া উপজেলা জাপার দোয়া মাহফিল

208

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির আশু রোগমুক্তি কামনায় দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর আক্কেলপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আলহাজ্ব নূরুল ইসলাম তালুকদারের প্রতিনিধি উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, সাংগঠনিক সম্পাদক আনারুল হক তালুকদার, সদর ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল মান্নান, জিয়ানগর ইউনিয়ন জাপার সভাপতি কায়ছার আলী, গোবিন্দপুর ইউনিয়ন জাপার সভাপতি ফরিদ আলী, গুনাহার ইউনিয়ন জাপার সভাপতি আক্কাছ আলী, তালোড়া পৌর জাপার ভারপ্রাপ্ত সভাপতি কুতুবুল আলম, জাপা নেতা নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিল্টন রহমান, উপজেলা শ্রমিক পার্টির আহবায়ক বেলাল হোসেন, সদর ইউনিয়ন জাতীয় ছাত্রসমাজের সভাপতি মাসুদ রানা, ছাত্র সমাজ নেতা রিফাত হোসেন, নাঈম হোসেন, আবু বক্কর ছিদ্দিক, রিকু তালুকদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ আবুল কালাম আজাদ।