বগুড়ার ধুনট পৌর কৃষক লীগের ৩ নেতা দলীয় পদ হতে বহিস্কার

168

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়ার ধুনট পৌর কৃষক লীগের আহবায়ক মো. আব্দুল লতিফ পাখি, পৌর কৃষক লীগ নেতা মো. জাহিদুল ইসলাম জাহিদ ও মো. সেলিম খান কে শৃংখলা ভঙ্গের কারনে দলীয় পদ হতে বহিস্কার করা হয়েছে। ধুনট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোটের প্রচার-প্রচারনা না চালিয়ে বিদ্রহী সতন্ত্র প্রার্থীর সাথে থেকে প্রকাশ্যে মিছিল-মিটিং করা এবং শৃংখলা ভঙ্গের কারনে তাদেরকে বহিস্কার করা হয়। গতকাল রবিবার ধুনট উপজেলা কৃষক লীগের সভাপতি আনায়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিকের স্বাক্ষরিত সুপারিশ ক্রমে বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। পরবর্তীতে তাদের সাথে কারও লেনদেন থাকলে বা করলে উপজেলা কৃষক লীগ ও জেলা কৃষক লীগের কোন নেতা দায়ী থাকবে না।