আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরের ধাক্কায় আবু বক্কর (৫২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার ছাতিয়ানগ্রাম সড়কের ডহরপুর নামক জায়গায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জালাল উদ্দীন জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আবু বক্কর নামের ওই রাজমিস্ত্রী আদমদীঘি বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ঘটনার পর থেকে ট্রাক্টর এবং চালককে শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।