বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

183

স্টাফ রিপোর্টার
বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল হক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার দুপুর ২ টার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে আটক করা হয়। সে ওই উপজেলার বেলাইল দক্ষিণপাড়ার বাবলু প্রামাণিকের ছেলে।

রোববার বিকালে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরেই এনামুল নামের ওই যুবক জেলার বিভিন্ন জায়গায় মাদক কেনাবেচা করে আসছিলো। রোববার গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়ার চৌমুহনী বাজার থেকে তাকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি মোবাইল ও দুইটি সীমকার্ড উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামীকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।