বগুড়া এক্সপ্রেস ডেস্ক
প্রান্তকিশোরী মেয়েটির স্বপ্ন ছিলো মডেল হবে। এই স্বপ্ন পূরণের জন্য সহযোগিতার হাত বাড়ায় অভি ইসলাম প্রান্ত। রাজধানীর প্রান্তপথে একটি এডফার্ম রয়েছে প্রান্ত’র মামার। এই ফার্মের তৈরি বিজ্ঞাপনে মডেল বানানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে প্রান্ত। এই অভিযোগে যশোরের ঝিকরগাছা থানায় শনিবার রাতে মামলা করেছেন নির্যাতিতার মা।
অভিযুক্ত অভি ইসলাম প্রান্ত যশোরের কাজীপাড়ার বাসিন্দা। তবে তিনি ঝিকরগাছায় তার মামা কাজল রায়হানের বাড়িতে থাকেন। সেখানেই পরিচয় ঘটে ওই কিশোরীর সঙ্গে। নির্যাতিতা কিশোরী দশম শ্রেণির ছাত্রী।
ঘটনার দিন ওই কিশোরীকে মামার বাসায় ডেকে নেয় প্রান্ত। সেখানে গেলে জোর করে তাকে ধর্ষণ করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।