মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন করোনা পজিটিভ

178

বগুড়া এক্সপ্রেস ডেস্ক
মৌলভীবাজার-হবিগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন করোনা পজিটিভ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন তার পরিবার ও ব্যক্তিগত সহকারী রাশেদ চৌধুরী।

জানা গেছে, শনিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে জোহরা আলাউদ্দিনের অ্যান্টিজেন টেস্ট করানো হয়। এতে করোনা পজিটিভ ধরা পড়ে। সে সময় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে হাসপাতালের আইসোলেশনে রাখা হয় এ সংসদ সদস্যকে। পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে মৌলভীবাজার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথী দত্ত কানুনগো জানান, এমপি তাদের বলেছেন, কয়েক দিন ধরে তার জ্বর-জ্বর ভাব ও মাথাব্যথা হচ্ছিল। এমন অবস্থায় অ্যান্টিজেন টেস্ট করালে করোনা পজিটিভ আসে। তবে শরীরের সার্বিক অবস্থা ভালো আছে। উন্নত চিকিৎসার জন্য থাকে ঢাকায় পাঠানো হয়েছে।