“White Life -সাদা জীবন” ও “UAE Youth Bangla Cultural Forum” এর ১ম পর্বের শীতবস্ত্র বিতরণ

941

ইমরানুল হক ———————————–
১৭ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ রবিবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে “White Life – সাদা জীবন” এবং “UAE Youth Bangla Cultural Forum” এর আয়োজনে প্রায় ১৫০টি পরিবারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি হজরত আলী তন্ময়, সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব ঘোষ, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সহ- কোষাধ্যক্ষ রনি সাহা, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্য গন। তাছাড়াও উক্ত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রজিব উদ্দিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০১৭ সালের ৪ নভেম্বর অত্র এলাকার কিছু তরুণ যুবকেরা “মাদক ও জুয়ার নিধন, শিক্ষা ও পরিবেশের উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে অত্র এলাকার ১৫ জন মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানের মাধ্যমে এ অলাভজনক সংগঠনটি প্রথম প্রতিষ্ঠা করেছিল। সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন জাতীয় পর্যায়ের দিবস উদযাপনের মাধ্যমে সমাজিক, মানবিক ও রাষ্ট্রীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহণে সুনাম অর্জনে সক্ষম হয়েছে সংগঠনের সদস্যরা । তারা ইতিপূর্বেই অত্র এলাকায় প্রত্যন্ত এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য ২০১৯ সালে ০৫টি প্রি-প্রাইমারী স্কুল স্থাপন করে বিনামূল্যে শিক্ষাদান কর্মসূচি হাতে নিয়ে সফলতা অর্জন করেছে । একটি শিক্ষিত, সমৃদ্ধ, প্রগতিশীল মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন “হোয়াইট লাইফ বাংলাদেশ ” সংগঠনটি।