প্রয়াত জননেতা আব্দুল মান্নানকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে-ম.আব্দুর রাজ্জাক

202

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক বলেছেন, ছাত্রনেতা থেকে জননেতা হয়ে উঠা এমপি আব্দুল মান্নান ছিলেন গনমানুষের নেতা। চরম দুঃসময়ে তিনি ছাত্রলীগের দায়িত্ব পেয়েছিলেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে তিনি রাজনীতি করে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ও মেধাবী ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শে এবং সহযোগিতায় তিনি ছাত্রলীগকে কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে সংগঠিত করেছিলেন। কোন বিপর্যয় ও কষাঘাতে কখনো মাথানত করেননি বলেই তিনি রাজনীতিতে সঠিক স্থান করে নিয়েছিলেন। দেশের কৃষি ক্ষেত্রে সার্বিক উন্নয়ন, কৃষক ও দেশের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি ছিলেন সব সময় অবিচল। আজীবন তার প্রতি জনগণের দেয়া দায়িত্ব সুচারুভাবে পালন করে গেছেন। তার প্রচেষ্টায় সোনাতলা-সারিয়াকান্দির চেহারা পাল্টে গেছে। ইতিহাসের স্বর্নাক্ষরে আব্দুল মান্নানের নাম লেখা থাকবে। তার অভাব কোনদিন পূরণ হবে না। এ ধরনের ত্যাগী নেতার মৃত্যুতে শুধু দল নয়, দেশেরও ক্ষতি সাধিত হয়েছে। ৭৫ পরবর্তী কঠিন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলস পরিশ্রম, ত্যাগ ও কষ্টে করে যাওয়া প্রয়াত জননেতা আব্দুল মান্নানকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তিনি সোমবার বিকেলে সারিয়াকান্দি ডিগ্রিী কলেজের পাশে প্রয়াত এমপি আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সদস্য মেহেদী হাসান রবিন, জেলা আ’লীগের সদস্য রুমানা আজিজ রিংকি, জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, জেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিক, নাজমুল কাদির শিপন, মহিদুল ইসলাম, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, হজরত আলী, রাকিবুল ইসলাম রাজু, আয়নাল হক নয়ন, মীর জোবায়ের হোসেন জয়, বিজয় শেখ, মশিউর রহমান মন্টি, লিটন শেখ শাহীন আলম, ছাত্রনেতা আব্দুর রউফ, সোহান সাগর প্রমুখ।